মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে জেলা ও দায়রা জজের খাস কামরায় সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নির্বাচিত কমিটি ও সিনিয়র সদস্যরা সদ্য যোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফুলের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে জেলা ও দায়রা জজ বলেন বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান, আব্দুর রহমান, জিএম রুহুল আমিন, আব্দুস ছাত্তার, বিমল কৃষ্ণ সরকার, সিনিয়র সদস্য ইমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, আব্দুল হান্নান, আব্দুস সাত্তার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]