নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে টিউবওয়েল চুরির হিড়িক। একই রাতে ২টি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে চোরেরা। সম্প্রতি এই এলাকায় চুরি বৃদ্ধি পাওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি নলকুড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় প্রায় রাতেই ঘটছে হাঁস-মুরগী ও টিউবওয়েল চুরির ঘটনা। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে নলকুড়া কলোনীর মৃত গোলাম আলী গাজীর বড় ছেলে মহব্বত আলীর টিউবওয়েল ও কলোনীতে জনস্বার্থে বসানো সরকারি টিউবওয়েলটির মাথাসহ উপরের অংশ খুলে চুরি করে নিয়ে গেছে এক শ্রেণির চোর চক্র। পূর্বে কয়েকদিন আগে একই গ্রামের মৃত নুর ইসলাম মিস্ত্রির ছেলে সোহেল’র টিউবওয়েলটি চুরি হয়েছে।
এতে ওইসব টিউবওয়েল ব্যবহারকারীদের বিশুদ্ধ পানির প্রয়োজনে দূর থেকে পানি আনতে হবে। ফলে তীব্র ভোগান্তিতে পড়ছে চুরি হওয়া টিউবওয়েল এলাকার আশেপাশের মানুষ। টিউবওয়েলের উপরের অংশ চুরির ঘটনা মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ার আতঙ্কে ভুগছেন।
টিউবওয়েল চুরি এভাবে বৃদ্ধি পেলে নলকুড়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। এলাকাবাসী চুরি রোধে রাতে পালাক্রমে পাহারা বসানোর ব্যবস্থা করেছে। কেউ কেউ টিউবওয়েল চুরি রোধে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। এ ব্যাপারে চুরি রোধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
টিউবওয়েল চুরি এভাবে বৃদ্ধি পেলে নলকুড়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। দশমিনা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার দ্য ডেইলি অবজারভারকে বলেন, আমি এ থানায় সদ্য যোগদান করেছি। বিষয়টি এখনই অবহিত হলাম।
এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]