মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষ থেকে ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নুনগোলা গ্রামের দক্ষিণ পাড়ায় শনিবার রাতে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের নায়েবের আমির হাফেজ নজরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মোঃ এবাদুল ইসলাম, হাফেজ মোঃ শাহাদুজ্জামান, ওয়ার্ডের প্রধান উপদেষ্টা মোঃ মইনুল ইসলাম, নুনগোলা ইউনিটের সহসভাপতি ডাঃ হাফিজুর রহমান, জেয়ালা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোহর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মুহাদ্দিস আব্দুল খালেক একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী। তার নেতৃত্বে সাতক্ষীরা সদর ও দেবহাটা অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]