বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ,কুশখালি ,ঝাউডাঙ্গা সহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের বিস্তৃর্ণ মাঠে কৃষকদের দেখা গেছে ব্যস্ত সময় পার করতে পটল চাষের জমি তৈরি ও বীজ লাগনোর কাজে।
তবে কয়েজন চাষীর সাথে আলাপ কালে তারা বলেন আমরা কিছুটা সংশয়ে আছি কীট নাশক ও সারের দাম নিয়ে। জানা যায় পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে প্রতি বছরই পটলের ব্যপক ফলন ফলে। সবজি উঠার প্রথম পর্যায়ে পর্যাপ্ত দাম পাওয়া যায়। তবে পরবর্তীতে দাম কিছুটা কমলেও সব কিছু মিলিয়ে যা দাম পাওয়া যায় তাতে ব্যয় বাদে অনেক লাভ্যাংশ থাকে। যা পরিবারের অভাব মিটিয়ে কিছুটা হলেও আমরা সঞ্চয় করতে পরি।
আর এসব কিছু সম্ভব হয় যদি সার কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে ও আবহাওয়া অনুকুল থাকে।অন্যদিকে সবজি হিসাবে পঠল অনেকেরই খুবই পছন্দের এবং ভিটামিন সমৃদ্ধ। দেখাগেছে সারাক্ষন হাড় ভাঙ্গা পরিশ্রমের পরে মাঝে মাঝে বিশ্রাম নেন তার মাঠে গাছের ছায়ায়। আর সেখানে বসেই চলে নানা সুখ দুঃখের গল্প। চলে রাজনীতির আলাপ সহ পরিবারের নানান কাহিনী। ভাগাভাগি করেন একে অপরের সাথে।
অপর দিকে তারা আরো ব্যস্ত হয়ে পড়েছেন আলু পেয়াজ রসুন সহ নানান সবজি লাগানোর কাজে। এ কথায় কৃষকেরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন পটল সহ অন্যান্য সবজি লাগানোর কাজে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]