সাতক্ষীরার পৌর এলাকার পলাশপোলে দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত যুবকের নাম ইয়াছিন আলী সরদার (২০)। সে স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন বেল্টু, বাবলু ও রাজা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল গ্রামে বিকেলে মোবাইলে খেলার সময় এক যুবক নিহত হন ও
তিনজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা: আসাদুজ্জামান নুর বলেন, সোমবার বিকেলে দেয়াল চাপাপড়ার হিস্টোরি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে
চারজনকে নিয়ে আসে তাদের মধ্য থেকে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]