শহরের পলাশপোলে জাহাঙ্গীর আলমের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় এজহার সূত্রে জানা যায়, দক্ষিণ পলাশপোল গ্রামের এড. আশরাফুল আলম (৫৫), মো: শামসুল আলম (৫০), মো: শফিউল আলম (৪৬), মো: নুরুল আলম (৪৩), মো: সাইফুল আলম (৪০), মো: একরামুল আলম (৪০), এড: এটিএম শামসুল আলম (৩২) একই এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলমের পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে নানা ভাবে ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। একটু একটু করে জমির মধ্যে ঘেড়াবেড়া দিয়ে জমির মালিকানা দাবী করার পায়তারা চালিয়ে যাচ্ছে এবং জাহাঙ্গীর আলমের পবিবারকে খুন জখমসহ নানা ভাবে হুমকি প্রদান করছে।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান, পলাশপোল মৌজার ২৯১৭ খতিয়ানে জমির ডিপি ৭৫২, দাগ নং এসএ ১১২৬৭, ১১২৬৮, হাল ১৫৭৭১ জমির পরিমাণ ০৩৩৪ শতক। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]