ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুলাই ) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দক্ষিণ পলাশপোলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ডাক্তার রনজিৎ কুমার রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জগন্নাথ ঘোষ, মিলন কুমার আমিন, দেব কুমার আমিন, সঞ্জয় বিশ্বাস, ঠিকাদার প্রতিষ্ঠান লবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলতাফ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ পলাশপোল মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকায় পৌরসভার অর্থায়নে ১৫০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এসময় প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা। পৌরবাসীর কাঙ্খিত কেএফডব্লু প্রকল্প পাস হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পৌরবাসী উন্নয়নের চিত্র দেখতে পাবে ইনশাআল্লাহ। এজন্য তিনি পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
দীর্ঘদিন অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় অত্র এলাকাবাসী কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]