সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে বিদ্যালয়ের দোকান ভাড়াটিয়াদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১.১২.২০২০) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির (এড-হক) সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।
এছাড়াও বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, মোদাচ্ছেক খান চৌধুরী মিন্টু, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. মশিউর রহমান, দোকান ভাড়াটিয়াদের পক্ষে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন চৌধুরী মুকুল প্রমূখ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসরাইল আলমের সঞ্চালনায় সহকারি প্রধান শিক্ষক শামীমুর রহমান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিদ্যালয়ের সামগ্রিক অবস্থা নিয়ে মতবিনিময় করেন বক্তারা।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছৈ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]