নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক মানবাধিকার পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদীন কাজ করে আসছেন। এছাড়া আঞ্চলিক কয়েকটা পত্রিকায় লেখালেখি করেন। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় কোনো পদে না থাকার পরেও পাটকেলঘাটা থানায় ০২/১১/২৩ ইং তারিখে বিস্ফোরক মামলা করা হয়েছে তার নামে। পাটকেলঘাটা থানার দায়েরী নং ৬৬।
সাংবাদিক ইকবাল হাসান বলেন, বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমাকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মামলায় ফাসানো হয়েছে। পাটকেলঘাটা থানায় যে নাশকতা মামলায় আমাকে আসামী দেখানো হয়েছে সেই সময়টাই আমি বাংলাদেশ প্রেসক্লাব তালা উপজেলা শাখার অফিসে মতবিনিময় সভা করছিলাম।
এসময় প্রেসক্লাব সভাপতি বাবলু বিশ্বাস, অর্থ সম্পাদক বিপ্লব কুমার আইচ সহ সভাপতি আতিকুর হাসান সহ অন্য সহযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কয়েক জন সাংবাদিকের সাথে কথা বলে জানা যায়, সাংবাদিক ইকবালের বিরুদ্ধে কখনো সমাজ বা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলনা। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু উৎসাহী সদস্য অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকের কলম লেখা বন্ধ করতে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাবের সকল শাখার সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]