সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বাইগুনি নামক মোড়ে সড়ক দুর্ঘটনায় বুধবার সকাল ১০ঘটিকায় যুগীপুকুরিয়া গ্রামের বেকারি ব্যবসায়ী শাজাহান সরদারের একমাত্র ছেলে আব্দুল্লাহ সরদার (২৫) নিহত হয়েছেন।
ঘটনার সূত্রে জানা যায়, পাটকেলঘাটা বাজারে আসার পথিমধ্যে বাইগুনি মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের দপ্তরী আব্দুল আলিম এর বাইসাইকেলে সজোরে আঘাত করে ছিটকে পড়ে আব্দুল্লাহ সরদার। এই সময় সে মাথায় মারাত্মক ভাবে আঘাত পেলে স্থানীয় লোকজন ভ্যানযোগে পপুলার ক্লিনিকে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের দপ্তরী আব্দুল আলিম আহত হন।
এই ব্যাপারে পাটকেলঘাটা থানায় তদন্ত ওসি মোঃ বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]