এম এ সালাম, ঝাউডাঙ্গা: সাতক্ষীরা সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২ নং পাথরঘাটা ওর্য়াডের দক্ষিণ পাথরঘাটা ঈদগা জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের রাস্তা মেরামতের অভাবে চলাচলের ভোগান্তি সংস্কারের দাবী মসজিদের মুসল্লীসহ এলাকাবাসীর।
(১০ জুলাই) বুধবার সকালে সরজমিনে গেলে দক্ষিণ পাথরঘাটা ঈদগা জামে মসজিদের রাস্তার জলবদ্ধতা চোখে পড়ে।মসজিদ কমিটির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী এই প্রতিবেদকে বলেন পিচের রাস্তা হতে কাঠের ব্রিজ পর্যন্ত আনুমানিক ৬০০ ফুট রাস্তা দুইধারে মাটি দিয়ে উচু করার ফলে রাস্তা নিচু হওয়ার কারনে অল্প বৃষ্টি হলে পানি জমে থাকে তা ছাড়া বৃষ্টির পানি বাহির করার মত কোন উপায় না থাকায় মসজিদের মুসল্লিদের মসজিদে আসতে অসুবিধা হয় এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক গ্রামের স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী রাস্তা দিয়ে চলাচল করে।
বর্ষা মৌসুমী অল্প বৃষ্টির হলে রাস্তার উপর পানি জমে থাকে তাতে মসজিদের মুসল্লি সহ পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। পথচারী ইমরান হোসেন বলেন ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার জন্য এ রাস্তাটা আমাদের জন্য খুবই দরকার তাছাড়া দীর্ঘদিন যাবৎ কাঠের ব্রিজ জরাজীর্ণ অবস্থায় রয়েছে রাস্তা সহ ব্রিজের সংস্কারের দাবি জানাই।
দক্ষিণ পাথরঘাটা গ্রামের আক্তার হোসেন বলেন বাজারে যাওয়ার জন্য এ রাস্তাটি খুবই জরুরী তাছাড়া পাকা ব্রিজ হয়ে ঘুরে আসতে অনেক সময় লাগে একসময়ে রাস্তার ব্যাপক লোকজন চলাচল করতো রাস্তাটি খারাপ হওয়ার কারণে চলাচলের ভোগান্তি আছি।
কাঠের ব্রিজ সংলগ্ন এক ব্যবসায়ী বলেন রাস্তাটি সংস্কারের অভাবে এখন আগের মত লোকজন চলাচল করে না সে জন্য আমাদের ব্যাবসার অবস্থা খুবই খারাব তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানায়, এলাবাসীর পক্ষ হতে আকুল আরজ যাহাতে মসজিদের রাস্তাটি দ্রুত সংস্কার হয় এবং মুসল্লীসহ পথচারীরা চলাচল করতে পারে সে বিষয়ে জন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]