নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমিজমা বিরোধের জের ধরে ভাই-বোনকে জীবননাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাতক্ষীরা থানায় জীবন ও জমির নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী শুভংকর মন্ডল (৩৪) সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনাটি ঘটেছে গত (১২ মার্চ) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামে।
জিডি সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের মৃত হবিবর সরদারের ছেলে কবির সরদার (৫৫) ও রহিম সরদার (৪৮), রহিম সরদারের ছেলে রনি সরদার, কবির সরদারের ছেলে নাসির সরদার (৩০) দলবদ্ধভাবে একই গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (৩৪) ও মেয়ে অর্চনা মন্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ সময় দলবদ্ধ ব্যক্তিরা শুভঙ্কর মন্ডলের বাড়ির লোকজনদের মারধর করবে, মিথ্যা মামলা দেবে, জায়গা জমি জবর দখল করবে, সম্পদের ক্ষতি করবে এবং প্রকাশ্যে খুন জখম করবে বলে হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে শুভঙ্কর মন্ডল প্রশাসনের দ্বারস্ত হন।
এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী শুভঙ্কর মন্ডল ও অর্চনা মন্ডল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]