আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরার ফিংড়ী মজিদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় মাদ্রাসার সিদ্দিকীয়া ভবনের তৃতীয় তলায় এ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। তিনি পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন। এছাড়া সহকারী অধ্যাপক আলহাজ্ব আব্দুল মালেক হাদিস থেকে দারস পেশ করেন।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল মতিনসহ সম্মানিত শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— কুরআনের দারস থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। পাশাপাশি কুরআনের আইন প্রতিষ্ঠায় প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। যারা এ কাজে আত্মনিয়োগ করবে, আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার রেখেছেন।
পরিশেষে প্রধান অতিথির বিশেষ দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]