সাতক্ষীরায় শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ি ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মো. ইউছুফ হোসাইন, ফিংড়ি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য রেবেকা সুলতানা, শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসেন চান্দুু, বিদ্যুৎসায়ী সদস্য গৌবিন্দ দাস, শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজল রানী, শিক্ষক ও সদর আইসিটি অ্যাম্বাসেটর শারমিন ইসলাম ও কাজী আব্দুল খালেক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমান বিদ্যালয়ে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।
এসময় শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]