ওয়াশ এসডিজি প্রকল্প দলিত এনজিও’র উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে ওয়াশ সার্ভিসেস অ্যাক্সেস বিষয়ে দলিত মানুষের গ্যাপ অনুসন্ধানের ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বল্লী ইউনিয়ন পরিষদের হল রুমে বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে ওয়াশ সার্ভিসেস অ্যাক্সেস বিষয়ে দলিত মানুষের গ্যাপ অনুসন্ধানের ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
ফলোআপ সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব তানভীর আহমেদ, ইউপি সদস্য বৃন্দ, বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুনছুর আলী, এসএমসি কমিটির সদস্য আজাহারুল ইসলাম, ভিলেজ ওয়াশ কমিটির জেসমিন, আরতী রানী, পূনিমা রানী, ফাইমা,পানি ব্যবসায়ী সাইদুল ইসলাম, মোকলেছুর রহমান, ন্যাপকিন ব্যবসায়ী শ্যামলী খাতুন, রেহেনা খাতুন, দলিত এনজিও’র ফিল্ড ফেসিলিটিটর মহাদেব দাস প্রমূখ।
ওয়াশ সার্ভিসেস অ্যাক্সেস বিষয়ে দলিত মানুষের গ্যাপ অনুসন্ধানের ফলোআপ সভায় দলিত জনগোষ্ঠী মানুষ হাইজিন, ন্যাপকিন, নিরাপদ পানি ও পায়খানা ব্যবহার করছেন কিনা এবং এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিনা ও শিক্ষা স্বাস্থ্য সামাজিক বৈষম্য ইত্যাদি বিষয়ে বৈষম্য শিকার হচ্ছে কিনা, কেন হচ্ছে বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ওয়াশ সার্ভিসেস অ্যাক্সেস বিষয়ে দলিত মানুষের গ্যাপ অনুসন্ধানের ফলোআপের পরিচালনা করেন ওয়াশ এসডিজি প্রকল্প দলিত এনজিও’র প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]