সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে রাস্তা দখল করে ব্যবসা বানিজ্যের হিড়িক পড়েছে। সুষ্ঠু সমাধানে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে থাকা এলাকার জনগণ।
সরেজমিনে দেখা গেছে, সরকারি রাস্তার দুই পাশ দিয়ে একেবারে রাস্তা দখল করে নানা ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী, চপ-পিয়াজুর দোকান, চায়ের দোকান, মিষ্টির হোটেল, ফলের ব্যবসা, বিপদজনক দাহ্য পদার্থ গ্যাস সিলিন্ডার সহ ছোট বড় অনেক দোকান সরকারি রাস্তা দখল করে গড়ে উঠেছে। এমনকি রাস্তার পাশের স্থায়ী দোকানের মালামালও দোকানের সামনে-পাশে রাস্তা বরাবর রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীসহ সকলে।
জানা গেছে, এলাকার বৃহৎ জনগোষ্ঠির জন্য রেউই বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন বসে হাট। হাটবার ছাড়াও সপ্তাহের অন্য দিনেও ক্রেতা-বিক্রেতা ও মানুষের চাপ থাকায় হাটটি অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই সঙ্গত কারণে এ বজারটিতে সপ্তাহের অন্যান্য দিনেও মানুষের থাকে চাপ। যেকোন কারণে একটি ভারী যানবাহন এ বাজার রাস্তায় প্রবেশ করলে পাশে থাকে না কোন অতিরিক্ত জায়গা। ব্যবসায়ীদের রাস্তা দখলের কারণে এমন বেহাল অবস্থায় জনভোগান্তিতে এলাকার জনগণ। একে তো রাস্তা চিকন তারপরেও ভ্যান ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন সব কিছুই থাকে রাস্তা দখল করে।
তাই সীমান্ত জনপদের মানুষের জনদূর্ভোগ থেকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার বৃহৎ জনগোষ্ঠি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]