সাতক্ষীরা সদর উপজেলার বঁাশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামের প্রধান সড়কের একাংশ ভেঙ্গে পুকুরের মধ্যে।সরেজমিনে দেখা গেল, মাদব কাটি টু কাওনডাঙ্গা বাজারের অদুরে হাওয়ালখালী ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রিপনের পুকুরের মধ্যে প্রধান সড়কের একাংশ ভেঙ্গে চলে গেছে।ফলে হালকা যান চলাচল বাদে সকল প্রকার ভারী যান চলাচল বন্ধ আছে এ রাস্তাটিতে। যে কারনে ভোগান্তী পোহাতে হচ্ছে সীমান্ত জনপদের হাজার হাজার মানুষের।
এছাড়া কাওনডাঙ্গা বাজারে টু রেইউ বাজার পর্যন্ত রাস্তাটি একেবারেই বেহাল দশায় পরিনত হয়ে বিপদ সংকুল অবস্থায় পরিনত হয়েছে। প্রায় ২ কিলোমিটারের মত রাস্তার প্রায়ই স্থানে খোয়া পিচের কোন লেশ মাত্র নাই। ধুলা আর বলিতে রাস্তা পরিপূর্ন।
এ ছাড়া অধিকাংশ স্থনে ছোট বড় গর্তে ভরা যেখানে রাতের অন্ধকারে যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।দৈর্ঘের পরিমানে অল্প হলেও গুরুত্বের বিচারে অধিক মুল্য বহন করে।কেননা এ এলাকার মানুষের চলাচল,কৃষিপন্য বহন সহ সদর ছাড়াও দেশের যে কোন প্রান্তে পৌছাতে জনসাধরনকে এ রাস্তাটিই ব্যবহার করতে হয়্।তাই জন দূভোর্গ থেকে মুক্তি পেতে রাস্তটি সংস্কার একান্ত জরুরী হয়ে পড়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]