সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৮নং ভবানীপুর ওয়ার্ড আ.লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার রাত ৮টার দিকে বাঁশদহা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজর আলীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিনুল হকের সঞ্চালনায় ভবানীপুর হাইস্কুলের সম্মুখে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল জলিল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদুল হক, তলুইগাছা ওয়ার্ডের সদস্য শাহাজান আলী, জাহিদ হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ, যুবলীগের সহ-সভাপতি অহেদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভপতি আবুল আমিনসহ স্থানীয় আ.লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]