সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে অগ্রগতি সংস্থার উদ্দ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভুমিকা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য গওছল আজম মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মানবপাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষের জন্য সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ্বাস প্রকল্পের মাধ্যমে এ ওরিয়েন্টশেন দেওয়া হয়েছে।
এ ওরিয়েন্টটেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নারানচন্দ্র অধিকারী, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, ইউপি সদস্য যথাক্রমে খোরশেদ আলম রিপন, বদুরুজ্জামান খোকা, শাহাজান আলী, মোর্শেদুল আলম, মোশারফ হোসেন, হাফেজ জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য সাবিনা খাতুন, রিজিয়া খাতুন,প্রকল্প সমন্বয কারী অসিত ব্যানার্জী, কাউন্সেলর সিরাজুম মনিরা, শাফিউল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]