মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।
নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে বুধবার (২ এপ্রিল) বিকালে বিকালে বাঁধনডাঙ্গা জামে মসজিদ ও যুব কমিটির এ আয়োজন করে।
গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল-বিস্কুট দৌড়, হাড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য নারীদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চোড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাধবনডাঙা জামে মসজিদের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ আঃ ওয়াদুদ বলেন বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।
সার্বিক সহযোগিতার ছিলেন মসজিদ কমিটির সভাপতি মাস্টার আব্দুস সামাদ, সেক্রেটারি মোখলেসছুর রহমান, ক্যাশিয়ার আব্দুর রহমান, হাফেজ শাহেদুজ্জামান, যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, যুব কমিটির সদস্য মোঃ আল মামুন হোসেন, তৌকির, আনিছুুর রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]