সাতক্ষীরার বাবুলিয়ায় ট্রাকের চাপায় নসিমন চালক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটার দিকে।
সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট সংলগ্ন বাবুলিয়ায় সোমবার বিকেলে মাছ বোঝায় নসিমন নিয়ে বাজারে যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন নসিমন চালক মিলন মিয়া (২৬)। তিনি পার্শ্ববর্তী ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]