সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে মেতে উঠলো শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
১ জানুয়ারী রবিবার শীতের কুয়াশা মাখা সকালে প্রতিটি প্রাইমারি ও হাইস্কুলে বই উৎসব পালন করা হয়। একই সাথে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।
সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানাজী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। এসময় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩হাজার ৫৫৮টি বই বিতরণ করা হবে।
কোমলমতি শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।
এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ এ বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, গাজী মোমিন উদ্দীন, জুবায়ের আলম, আব্দুর রউফ প্রমুখ।
এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ৭২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়।
জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করা হবে।
এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. কাবিজুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]