সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা মোঃ রেজাউল হক রেজা বেশ কিছুদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি একমাত্র ছেলে ও স্ত্রীসহ হাজার হাজার মানুষকে শোক সাগরে ভাাসিয়ে চির বিদায় নিয়েছেন। ব্যক্তি জীবনে মরহুম রেজাউল হক রেজা হাস্য উজ্জ্বল পরোপকারী ও অত্যন্ত বিনয়ী ছিলেন। সাতক্ষীরা সুন্দরবন স্টাইল মিলের সভাপতি পলাশপোল চৌরঙ্গী ক্লাবের সভাপতি এবং বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি সহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে ছিলেন। ১৩ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রসুলপুর কবরস্থান সংলগ্ন চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মহিবুল্লাহ।জানাজার নামাজে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]