মেহেদী হাসান শিমুল ও মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার সদরের ব্রহ্মরাজপুর শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরের আয়োজনে ১৩৫ তম মহানাম যঙ্গানুষ্ঠান পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপ অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ভৈরব মন্দির পরিদর্শন করে।
এসময় জেলা উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ও অধ্যাপক সহিদুর রহমান , উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান, উপজেলা টিম সদস্য মাও আশরাফুজ্জামান খোকন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ধুলিহর জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনি ও ধূলিহর সেক্রেটারি রবিউল ইসলাম, যুব জামায়াতের ধুলিহর সভাপতি মাও আব্দুল করিম জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ইউপি সদস্য আব্দুল হাকিম সহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
জামায়াতের আমির এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ সাহা ও সম্পাদক বিকাশ ঘোষ সহ পুরোহিতের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, জামায়াত ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা কোনো অন্যায় ও অত্যাচার সহ্য করি না। জামায়াত আমীরের কেন্দ্রীয় নির্দেশনা হলো হিন্দু ভাইদের সব সময় পাশে থাকা। আমরা ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসাতারোধে আপনাদের পাশে ছিলাম ও আছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]