মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৫২তম ক জনোর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে খেলাগুলো উদ্বোধন হয়। এসময় ব্রহ্মরাজপুর পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রথম খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে ২-০ গোলে পরাজিত করে।
অন্যান্য খেলায় হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুর) সেমিফাইনালে জায়গা করে নেয়।
খেলা পরিচালনা করেন কনেক মাঝি, কবিরুল ইসলাম সুজন, রাকিবুল ইসলাম রকি
দিনব্যাপী খেলাগুলো উপভোগ করতে আশপাশের এলাকার শতশত দর্শক মাঠে ভিড় জমায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]