মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের হৃদয়বিদারক ছবি প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে শোক প্রকাশ করেন এবং ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রদর্শনীতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, এবং ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, ০১ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি আল মুজাহিদ,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনার বিচার না হওয়ায় আজও দেশবাসীর হৃদয়ে ক্ষোভ ও বেদনা রয়ে গেছে।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]