সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি বিকালে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরমান আলী।
সভায় উপস্থিত ছিলেন ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ।
ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদ এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর সুরক্ষা কমিটির সদস্যরা এক বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরী করেন।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যে মো. সুরমান আলী বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে পুরুষ ও ইয়ুথদের বিশেষ ভাবে ভূমিকা রাখতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান, মো. শিমুল হোসেন ও মো. মনির হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]