সাতক্ষীরায় হঠাৎ জেকে বসেছে তীব্র কনকনে শীত। দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের মাঝে দরকার গরম কাপড়। সেলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়নে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা মো. তুহিন আলী, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. কবিরুল ইসলাম কবির, মো. মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী ও মো. আব্দুল হাকিম গাজী প্রমুখ।
প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বেজায় খুশি। এসময় উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির জন্য দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করেন।
এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]