সাতক্ষীরার ভাদড়া প্রিমিয়ার লীগে ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশকে হারিয়ে আরাফাত এন্ড ফারিয়া ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে বিবিএস স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগের প্রথম সেমিফাইনাল খেলায় আরাফাত এন্ড ফারিয়া ফুটবল একাদশ বনাম ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশের মধ্যেকার খেলা শুরুর ২৫ মিনিটে আরাফাত ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
মধ্যে বিরতির পরে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুর ১৫ মিনিটে আরাফাত ফুটবল একাদশের ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ আরো একটি গোল করে গোলের ব্যবধান বাড়ান।
রিফারীর শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে আরাফাত এণ্ড ফারিয়া ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব্ব্ব্ব্ব্ব্ব্ব্ব পালন করেন হাফিজুল ইসলাম হাফিজ।
তাকে সহযোগিতা করেন একরামুল হোসেন ও সাইফুল ইসলাম।
ধারাভাষ্য প্রদান করেন ইকবাল হোসেন ও খায়রুজ্জামান।
গ্রীস্মের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]