সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১অক্টোবর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।
এছাড়াও ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ-সভাপতি ফিরোজ, সাগর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলা ভূমিহীন সমিতির নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে নিরীহ ভূমিহীন সদস্যদের কাছ থেকে প্রতারণা করে প্রচুর অর্থ কামিয়ে নিচ্ছে। এমনকি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধিদের হুমকি দিয়ে অর্থ আদায় করছে; যার প্রমাণ আমাদের কাছে আছে। এই প্রতারক চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি তাদের অনৈতিক কর্মকান্ড বন্ধ না করলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার ও বিশ্ব মুসলমানদের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মাফুজা খাতুন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]