সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা দলের আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে শহরের গণমুখী মাঠে এ র্যালি, আলোচনা সভা, কেক কেটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শেলা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ন আহবায়ক তাজকিন আহমেদ চিশতি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সদর থানা মহিলা দলের সভাপতি আনজু মনোয়ারা, সাধারণ সম্পাদক নাসিমা পারভীন, পৌর মহিলা দলে সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা খাতুন রিক্তা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা খাতুন, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]