নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা সিএন্ডবি জামে মসজিদ থেকে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে ওই মোটরসাইকেল টি চুরি হয়ে যায়।
সূত্রে জানা গেছে- লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে হাফেজ মোঃ ফিরোজ আহমেদ দীর্ঘদিন যাবত শহরতলীর মাগুরা সিএন্ডবি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রং এর একটি মোটর সাইকেল (রেজিষ্ট্রেশন নং- সাতক্ষীরা ল-১২-৫০২৮, ইঞ্জিন নং- DHYCKK82709, চ্যাসিস নং-MD2A11CY81775) যোগে বাড়ি থেকে এসে মসজিদে নামাজ পড়ান। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে তিনি মোটরসাইকেলটি মসজিদের ওজুখানার ভেতরে রেখে নামাজে দাঁড়ান। নামাজ চলাকালীন সময়ে চোর চক্র মোটরসাইকেলের তালা ভেঙে পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
নামাজ শেষ করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মসজিদের ইমাম বাইরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি আর সেখানে নেই। এব্যাপারে মাগুরা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ফিরোজ আহমেদ সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]