সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে করোনা ভাইরাস মোকাবেলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসীর মাঝে এ সময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরন করা হয়।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকালে মানিকতলা বিলপাড়া এলাকার মো. আমজাদ হোসেন, মো. মিজানুর রহমান ও মো. হাবলু এ উঠান বৈঠকের আয়োজন করে।
জেলা যুবলীগের সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. সফিউর রহমান সফি।
প্রধান অতথির বক্তব্যে তিনি শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কথা উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান।
এ সময় আনারুল ইসলাম, আসাদুল ইসলাম, আব্দুস সালাম, মো. সাইফুল্লাহ, আবু রায়হান, শাকিল আহম্মেদ, আহম্মদ আলী, মুনসুর চৌকিদার ও রনি হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]