নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরের মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ দাখিল করেছে।
বুধবার (৬ মার্চ) প্রতিকার চেয়ে মুনজিতপুর মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের গলির এলাকাবাসী সাতক্ষীরা সদর থানায় ৩০জন স্বাক্ষরিত এক অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানায় যায়, মাদক, ধর্ষনসহ একাধিক মামলার আসামী শহরের মুনজিতপুর এলাকার মৃত জি.এম কওসার আলীর ছেলে মাদকাসক্ত ও নারীলোভী লম্পট জি.এম নুরুজ্জামান সাগর একজন কুখ্যাত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।
সে ঐ এলাকায় বহুতল ভবনে অবস্থান করে গোপনে বিভিন্ন এলাকা থেকে নানা প্রলোভন দেখিয়ে স্কুল কলেজের মেয়েদের এনে অনৈতিক কার্যকলাপ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। তার অনৈতিক কার্যকলাপে প্রতিবাদ করায় তার স্ত্রী ও মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনৈতিক কার্যকলাপসহ মাদক সেবন ও মাদক বিক্রি করার জন্য উঠতি বয়সের মেয়েদের ব্যবহার করছে।
বুধবার (৬ মার্চ) বিকাল অনুমান ৫টায় এলাকাবাসী পরিবেশ দূষিত করা থেকে বিরত রাখতে মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরকে নিষেধ করায় এলাকাবসীদের উপর চড়াও হয়ে গালি-গালাজসহ খুন জখম করতে উদ্যত হয়। এছাড়াও লম্পট সাগরের কারণে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা ঘর হতে বাহির হতে পারেনা বলেও অভিযোগ করেছে।
বড় ধরনের দুর্ঘটনা ও এলাকার পরিবেশ ঠিক রাখতে মাদকাসক্ত ও লম্পট জি.এম নুরুজ্জামান সাগরকে দ্রæত গ্রেফতারসহ তার বিরুদ্ধে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং সেই সাথে এলাকাবাসী সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]