সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জন আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ সুজন হোসেন জাহিদ (১৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোঃ গোলাম হোসেন মোয়াল্লার ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটের সময় তারই নেত্বত্বে র্যাব সদস্যরা মৃগীডাঙ্গা বাজার মোড়ের সুমাইয়া স্টোর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
এ সময় উক্ত ব্যক্তিকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং ৩৭ তারিখ ২০/০৪/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক) ধারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]