শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও খেলাপি মোটরযান, যেমন ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর '২৫) দুপুরে সাতক্ষীরা মেডিকেলের সামনে বাইপাস সড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে ৫টি মামলার বিপরীতে ১০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন শামীম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ব্যাটালিয়ন পুলিশ ফোর্স।
বিআরটিএ সূত্রে জানা যায়, এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছেন বিআরটিএ'র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। সারাদেশের ন্যায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় এই অভিযান চালানো হচ্ছে এবং এর অংশ হিসেবে সাতক্ষীরাতেও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই অভিযান চলছে।
এই ধরনের অভিযান চালিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটি সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]