সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুরে আমের বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা। যোগরাজপুরের আম চাষীদের মুখে স্বপ্নের হাসি। মুকুলের সুগন্ধ এবং আম গুটির ধরণ অনুযায়ী স্বপ্নের বীজ বুনছেন তারা। তাদের ধারনা আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে।
কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে আমগাছের পাতা ঢেকে আছে। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। আগাম মুকুলগুলোয় গুটি হয়েছে। এবার যোগরাজপুরে শত ভাগ গাছে আমের মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়াও আমের জন্য অনুকূলে। এ অবস্থা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আবার আমের বাম্পার ফলন হবে। আধুনিক পদ্ধতিতে চাষিরা আমের পরিচর্যা করছেন। আবহাওয়ার এ বিরূপ প্রভাব পরিচর্যায় কেটে যেতে পারে। কারণ, ইতিমধ্যে গাছে গাছে ভালো গুটির উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ভেতরেই আম হয়। এখন পর্যন্ত ভালো ফলনের আশা করা যায়।
যোগরাজপুরের আমবাগান চাষী আনোয়ার হোসেন শাহিন বলেন- ইতিমধ্যে আমরা আমের মুকলের পরিচর্যার কাজ শুরু করেছি। গুটির ভাব ভাল, ভালো ফলনের আশা করছি। আম বাগান মালিক মোঃ সাবান আলী বলেন- আমার বাগানে বিভিন্ন জাতের ৩০টি আম গাছ আছে। যেমন- আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, এবং গোবিন্দ ভোগ। সবগুলো গুটি দাড়িয়েছে, এবার যদি আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে গাছে প্রচুর আম হবে। আমের নায্য মূল্য থাকলে আমচাষীরা আর্থিকভাবে লাভবান হবে। আমের বাম্পার ফলনে যোগরাজপুরের আম চাষীরা খুশি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]