সাতক্ষীরা রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারহা দীবা খান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ভবনের চাবি হস্তান্তর করে নব-নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফরিদা খাতুন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
“চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় চারতলা ভিত বিশিষ্ট চারতলা বিদ্যালয় ভবন ১ কোটি ৮২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হয়েছে।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]