ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল বাসার পল্টু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, আলিমুজ্জামান খান টালু, সৈয়দ আহম্মদ খান মনু, লিয়াকত আলী খান রতন, মো. হাফিজুর রহমান খান বিটু প্রমুখ।
এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]