সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার হইতে কাওনডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়ে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিনে দেখাগেল রাস্তটির অধিকাংশ স্থানে ইটের খোয়া গুলো উঠে বিপদ জনক অবস্থায় পড়ে আছে। চলতে গেলে সাইকেল, মটর সাইকেল, ইজিবাইক সহ হালকা জান গুলোর চাকা যাই বিপথে। যে কোন সময় ঘটতে পারে যে কোন দুর্ঘটনা। এ ছাড়া রাস্তটি আছে ধুলা বালিতে তো ভরাই, কোন অংশে কমতি নেই খানা-খন্দ আর ভাঙ্গ চ্রোার। এক কথায় বলতে গেলে রাস্ত দিয়ে চলাচলের কোন উপায় নাই। তবুও একান্ত প্রয়োজনে রাস্তাটি ব্যবহার করতেই হয় স্থনীয়দের। কেননা সীমান্ত জনপদের মানুষের চলাচলের এটাই একমাত্র রাস্তা।
সর্বপরি প্রত্যন্ত জনপদের মানুষের কৃষিপণ্য সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার জন্য এ রাস্তাটিই ধরতে হয় এলাকার বৃহৎ জনগোষ্ঠির।ভারি পণ্য বাহী যান বাহন গুলো বিকল্প রাস্তায় চলতে ভাড়াও নিচ্ছে বেশ। রাতের অন্ধকারে রাস্তায় চলতে গেলে জানটা হাতের মুঠোয় নিয়ে চলতে হয় ,না জানি কোন বিপদ ঘটে।
এছাড়া এলাকার মানুষের যে কোন পণ্য স্থানীয় হাটবাজার সহ জেলা সদর ও অন্যান্য জেলায় নিতে স্থানীয়দের মুলত এ রাস্তাটিই ব্যাবহার করতে হয়। তাই রাস্তটি সংস্কার করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টিকার্ষন কামনা করেছেন এলাকার সর্বমহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]