শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানটি মূলত ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের উপর কেন্দ্রীভূত।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর '২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে লাবসায় অবস্থিত লস্কর ফিলিং স্টেশনের সামনে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৪টি মামলার বিপরীতে ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয় ওভারস্পিড গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না রাখার উপর।
এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন শামীম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্স।
বিআরটিএ সূত্রে জানা যায়, বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বিআরটিএ'র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। দেশের প্রতিটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিশেষ অভিযান চলছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এই বিশেষ অভিযান সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ অভিযান চালিয়ে যানবাহন মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]