সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনিত নৌকার মাঝি সরদার নজরুল ইসলামের সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজলের পরিচালনায় শহরে ও লাবসা ইউনিয়ন এলাকায় শতাধিক মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল শোডাউন ও পথসভায় অংশগ্রহন করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, সদস্য বৃন্দ সহ লাবসা ইউনিয়নের সর্বস্থরের সাধারণ মানুষ।
এসময় নৌকার মাঝি নজরুল ইসলাম ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। নিলেন ভোটারদের খোঁজ খবর। যোগ্যতার পরিচয় মেলে ধরছেন ভোটারদের সামনে। ভোটারদের কাছে তুলে ধরছেন ইউনিয়নবাসির ভবিষ্যৎ ও উন্নয়নের পরিকল্পনা কথা। তিনি ইউনিয়ন বাসির সকলের কাছে সহযোগিতা, দোয়া ও আর্শীবাদ এবং সমর্থন কামনা করেছেন।
মোটরসাইকেল শোডাউন ও পথসভার আগে লাবসা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা নৌকার মাঝি নজরুল ইসলামকে সাতক্ষীরা যশোর সড়কের ঝাউডাঙ্গার গোমিনাথপুর স্কুল সংলগ্ন থেকে রিসিভ করে নিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]