সাতক্ষীরা প্রতিনিধি: দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে ইউনিয়নের শাল্যে গ্রামে দোয়া মাহফিল ও ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় আলেম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী(রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ইউনিয়ন কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় শাল্যে নতুন জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগ এর আয়োজন ১নং ওয়ার্ড শাখার আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ জাকির হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
মাওলানা মোফাজ্জেল হুসাইন হেলালি।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ব্রম্মরাজপুর ইউনিয়ন টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তাওহীদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ দেলোয়ার হোসাইন সাঈদীর ইসলামী আন্দোলনে অবদান ও তাঁর শাহাদাতকে মুসলিম জাতির জাগরণের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
তাঁরা বলেন, “আল্লামা সাঈদীর জীবন ও ত্যাগ এই প্রজন্মের আদর্শ হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা যুব ক্রীড়া বিভাগের টিম সদস্য মোঃ শাহিনুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]