সাতক্ষীরার শিকড়ি বিজয় কাপ লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে ২-০ গোলে শার্শাকে হারিয়ে শেখ রাসেল স্মৃতি ক্রিয়া চক্র মাহমুদপুর ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে বিকে ইউনিয়ন মাধ্যমিক ফুটবল মাঠে এস বি এস যুুুব সংঘের আয়োজনে চারদলীয় বিজয়় কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে শার্শার আধোয়া স্পোটিং ক্লাব ও শেখ রাসেল স্মৃতি ফুটবল একাদশের মধ্যকার খেলা শুরুর সাত মিনিটে মাহমুদপুর শেখ রাসেল স্মৃতি ক্রীড়াচক্রের ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার সাব্বির একটি গোল করে দলকেে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়় অধ্যায়ের খেলার ২৭ মিনিটে প্লানটি শটে আরো একটি গোল পেয়ে জয় নিশ্চিত করে।
রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে মাহমুদপুর ফুটবল একাদশ।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করেন জাফরুল খান, পিপুল ও ইকবাল হোসেন বাবু।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়়় মাহমুদপুরের সাব্বির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
আগামী বৃহস্পতিবার একই মাঠে কালিগঞ্জ ও তালা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]