সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১৪ অক্টোবর থেকে তিনি এই বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
তাকে পূর্ণ সচিব হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পালন থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। এরপর অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে সচিবের চলতি দায়িত্বে নিয়োগ করে সরকার।
এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শেখ আবু তাহের সাতক্ষীরার লাবসার সন্তান।
তিনি কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমানের জামাতা।
বিষয়টি নিশ্চিত করেছেন নতুন আইন সচিব শেখ আবু তাহেরের শ্যালক কলারোয়া উপজেলা বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি ও কাজিরহাট কলেজের প্রভাষক সালাহউদ্দিন পারভেজ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]