মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কৃতি সন্তান ও সিলেটের জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১ সেপ্টেম্বর) এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ, ঢাকার সলিসিটর পদে বদলি করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দেশের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে কাজ করছে। এ সংস্থা আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়বিচার পেতে সহায়তা করছে। নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
শেখ আশফাকুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিচার) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতিমান আইনজীবী প্রয়াত দেলদার রহমানের পুত্র। সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন বিচারক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]