এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে বুধবার (২ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটে উপজেলার পরিবহন কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করেন শ্যামনগর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এছাড়া, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শ্যামনগর থেকে ঢাকাগামী পরিবহনগুলোর সরকার নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নির্বাহী কর্মকর্তা। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন।
পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রশাসনকে আশ্বস্ত করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। ইউএনও রনি খাতুন কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কাউন্টারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এছাড়া, পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি কাউন্টারের ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান, যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে। প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]