বর্তমান করোনা মহামারি মোকাবেলায় সাতক্ষীরার সদ্য বিদায়ী সাবেক জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দেয়া উপহার হিসেবে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০টি অক্সিমিটার বিতারণ করা হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সরকারি সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সামগ্রী বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবি সংগঠনের মধ্যে বিতরণ করা হয়।
একই সঙ্গে রেশিও হিসেবে অক্সিমিটারও দেয়া হয়। যা করোনা ও করোনা উপসর্গে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌছ অক্সিজেন দেয়া হয়।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন ও দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রাপ্ত চিকিৎসা সরঞ্জামের মধ্যে জেলার আশাশুনি কলারোয়া ও কালিগঞ্জ হাসপাতালে ৩টি করে, তালা দেবহাটা ও শ্যামনগরে ২টি করে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। এছাড়াও স্বেচ্ছাসেবি সংগঠন সিডিও ৭টি, তালা ও পাটকেলঘাটা ব্লাড ব্যাংক ২টি করে, খলিলনগর অক্সিজেন সাপোর্ট ও সাতক্ষীরা গর্ভমেন্ট স্কুলে ২টি করে সিলিন্ডার দেয়া হয়েছে।-পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]