হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভি'র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরীর চিকিৎসা সহায়তা বাবদ দুই লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পক্ষে চেকটি অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাড়িতে যেয়ে হস্তান্তর করা হয়।
এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী এবং পুত্র চন্দন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন, তার অসময়ে দুই লাখ টাকা নিজের চিকিৎসায় ব্যবহার করা হবে।
এ সময় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসককেও ধন্যবাদ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]