
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ শিকদার একে আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে অনেক সম্ভাব্য প্রার্থী ছিলেন। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি সকল দিক দিয়ে যোগ্য মনে করেছেন বলেই সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন। সাতক্ষীরার মানুষ জোটের কারণে অন্য প্রতীকে ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দেইনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য সাতক্ষীরার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ সাতক্ষীরার চারটি আসনে ধানের শীষের বিজয় হবে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো নেতৃত্ব থাকলে শিক্ষকদের উন্নয়ন হবে। আজ নেতৃত্বের অভাবে শিক্ষকরা শেষ জীবনে খালি হাতে বাড়ি ফিরবেনা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাশেদ আলী, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুল আলম খোকন ও মাস্টার আব্দুল্লাহ প্রমুখ।
এসময় সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]